পাখিটা উড়ে গেল নির্বিঘ্নে সীমানা পেরিয়ে
বনের বাঘ বা হরিণও যেতে পারে
পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না।
সারি বাঁধা পিপড়া বা দল বাঁধা হাতিও পারে,
অথচ মানুষ পারে না সীমানা পেরোতে।
অতীতে পোড়া লোহায় দাগিয়ে ক্রিতদাস
চিহ্নিত করা হতো , পালিয়ে যাবার ভয়ে।
এখনো হচ্ছে- ধর্মে , বর্ণে , ভাষায় , অবস্থানে;
কতিপয় চতুর লোক শাসন করার জন্য
সীমানা পেতে তোমাকে দাগিয়ে দিচ্ছে
বিদ্বেষ [...]