সোমবার, ২৩ মে, ২০১১

অপেক্ষা জাতক

প্রেতমুখ জাগে সন্ধ্যার আকাশে
সাপের খোলস ছাড়ি এইবেলা
ফ্যাকাশে চাঁদ মাথা তুলে
আমার মাংসে হবে নৈশভোজ
সিঁড়িতে শুয়ে মুত্যু ও ভালোবাসা
জানালার ওপারে ছায়াগণিকার মুখ
সাবধানে রাত্রি বেয়ে এসো শীর্ষে
মৃত্যুঞ্জয়ী সূর্যলোকের সাষ্টাঙ্গ আগুনে
বহুদিন পর উল্কাপথ দিয়ে যেতে
মনে পড়ে গেল দুর্বিনীত নীল প্রজাপতিকে
রাতের কমনীয়তায় মুহুর্মুহু রূপ বদলে
পরিণত হত হাড়সর্বস্ব কংকালে
তন্দ্রাঘুমে মুঠোতে ধরা স্বপ্ন
কোঁচড়ে রাখে যে বালিকা
ওর ঠোঁটে লেগে আছে সাপের রক্ত
পোশাকে রাতচিহ্ন, গলায় থাবার দাগ
এসব দেখে কাঁটাঝোপ, নেকড়ে আর আমি
খুব হাসাহাসি করি।
ভুল নয়, বালিতে পায়ের ছাপ
ধী মনের পরিচর্যায় ধীরে নিশ্চিহ্ন
ঝাউবনে পড়ে দীর্ঘ ছায়া
দাঁতে নখ ধার দিয়ে সঞ্চিত বিষে
উদরে পুরবার ভীষণ অপেক্ষা আবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন