এক আকাশ বেলুন ওড়াই
ভালোবাসা এক কোমল কবুতর
সে কবুতরের ডানায় চেপে
আমরা মেঘ ছুঁয়ে ছুঁয়ে উড়ে উড়ে যাই, আমরা
ভালোবাসতে শিখি-
ভালোবাসা এক অনি:শেষ নদী
অনুভবের নৌকোয় চড়ে ঢেউ ছুঁয়ে
আমরা ডুবে আর ভেসে যাই, আমরা
ভালোবাসতে শিখি-
ভালোবাসা এক অন্যরকম উপলব্ধির
নাম, যে উপলব্ধি শিশিরের মত
সজীব ; এসো, শব্দবন্ধে সাজানো ভালোবাসা বকুল
কুড়ানোর মত করে তুলে নেই ওষ্ঠপুটে।
পবিত্রতম কবিতার নাম ভালোবাসা
এসো ভালোবাসার নামে
এক আকাশ বেলুন ওড়াই!
সে কবুতরের ডানায় চেপে
আমরা মেঘ ছুঁয়ে ছুঁয়ে উড়ে উড়ে যাই, আমরা
ভালোবাসতে শিখি-
ভালোবাসা এক অনি:শেষ নদী
অনুভবের নৌকোয় চড়ে ঢেউ ছুঁয়ে
আমরা ডুবে আর ভেসে যাই, আমরা
ভালোবাসতে শিখি-
ভালোবাসা এক অন্যরকম উপলব্ধির
নাম, যে উপলব্ধি শিশিরের মত
সজীব ; এসো, শব্দবন্ধে সাজানো ভালোবাসা বকুল
কুড়ানোর মত করে তুলে নেই ওষ্ঠপুটে।
পবিত্রতম কবিতার নাম ভালোবাসা
এসো ভালোবাসার নামে
এক আকাশ বেলুন ওড়াই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন